জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি ফয়সাল আহমেদ সজলকে পরিকল্পিতভাবে গুম করা হয়েছে অভিযোগ করে তাকে অবিলম্বে আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এক বিবৃতিতে এ আহ্বান জানান ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী সংবাদমাধ্যমে এ বিবৃতি পাঠান।
এতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সজলকে মঙ্গলবার ইফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী গুম করেছে।
এর পর প্রায় দুদিনেও সজলকে আইনের হাতে সোপর্দ না করায় ক্ষোভ জানান ছাত্রদলের দুই শীর্ষ নেতা।
সজলকে আদালতের সামনে পেশ করার আহ্বান জানিয়ে তারা বলেন, সাজানো কোনো নাটকের মাধ্যমে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু করা হলে এর দায় সরকারকেই নিতে হবে।
এদিকে দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ছাত্রনেতা সজলের খোঁজ জানাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সজলের খোঁজ না পাওয়ায় উদ্বেগ জানান বিএনপি মুখপাত্র। তিনি বলেন, এ ঘটনা জীবন প্রবাহ রুদ্ধ করে দেয়ার মতো অভিঘাত।